কলকাতায় পথে নামলেন নকশাল নেতা তথা ভাঙর আন্দোলনের মুখ অলীক চক্রবর্তী


শনিবার,২১/১২/২০১৯
1267

কলকাতা: সংশোধিত নাগরিকত্ব আইনের প্রতিবাদে কলকাতায় পথে নামলেন নকশাল নেতা তথা ভাঙর আন্দোলনের মুখ অলীক চক্রবর্তী। শনিবার অলীক চক্রবর্তীর দল সিপি আই এমএল রেডস্টারের সদস্যরা রামলীলা ময়দান থেকে মিছিল শুরু করেন। মিছিলটি শেষ হয় ধর্মতলার রানিরাসমনি অ্যাভিনিউতে। এছাড়াও কেন্দ্রের বিরুদ্ধে এই মিছিলে অংশ নিয়েছিল সিপিআইএমএল নিউ ডেমোক্রেসির মতো নকশালপন্থী সংগঠন গুলি। কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার আন্দোলনের কথা বলেন অলীক চক্রবর্তী।

কেন্দ্রের মোদি সররের আমলে দেশে বেকারত্ব বাড়ছে বলে অভিযোগ করেন নকশালপন্থী নেতারা। এই পরিস্থিতিতে দেশের বেকার যুবকযুবতীরা সম্পূর্ন দিশাহীন অবস্থার মধ্যে পড়েছে বলে অভিযোগ তাদের। তাই নজর ঘোরাতেই মোদি সরকার ধর্মের নামে মানুষকে ভাগ করতে চাইছে বলে এদিন মন্তব্য করেন অলীক চক্রবর্তী সহ নকশাল আন্দোলনের নেতারা। অলীক চক্রবর্তীর কথায়, কখনও রামমন্দির আবার কখনও কালা আইন। নজর ঘোরানো আইনের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করতে হবে বলে জানান অলীক চক্রবর্তী। তবে আন্দোলনের পথ অবশ্যই গনতান্ত্রিক হবে বলে এদিন জানান ভাঙর আন্দোলনের অন্যতম এই নেতা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট