কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা


শনিবার,২১/১২/২০১৯
1189

কলকাতা সহ দক্ষিণবঙ্গের 11 জেলায় শৈত্যপ্রবাহের সর্তকতা। কলকাতা ,দুই 24 পরগনা ,দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া ,বীরভূম, হুগলি ,নদীয়া, মুর্শিদাবাদে শৈত্যপ্রবাহের সতর্কতা।

উত্তরবঙ্গে আজও “কোল্ড ডে” পরিস্থিতি। ঘন কুয়াশার দাপটে দৃশ্যমানতা কমবে উত্তরবঙ্গে জেলাগুলিতে। কোচবিহার আলিপুরদুয়ার জলপাইগুড়িতে দৃশ্যমানতা 200 মিটারের নিচে নামার সর্তকতা।

কলকাতায় আজ সকালে সামান্য কুয়াশা পরে পরিষ্কার আকাশ। সকালে সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে তিন ডিগ্রি কম। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.5 ডিগ্রী সেলসিয়াস । স্বাভাবিকের থেকে 5 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ 45 থেকে 96 শতাংশ
আজকের
আসানসোল 9.3
হুগলি 11
বাঁকুড়া 8
বারাকপুর 10.4
বহরমপুর 10
বর্ধমান 9
ক্যানিং 11
কাঁথি 9
ডায়মন্ডহারবার 10.7
দীঘা 10.3
দমদম 11.1
হলদিয়া 11.6
কলাইকুন্ডা 9.4
কলকাতা 11.6
মেদিনীপুর 10.1
পানাগড় 8.5
পুরুলিয়া 7.4
সল্টলেক 12.2
শ্রীনিকেতন 6.9
উলুবেরিয়া 10.2
কোচবিহার 9.1
দার্জিলিং 4.6
জলপাইগুড়ি 10.7
কালিম্পং 5.5
মালদা 10.6
শিলিগুড়ি 9.5

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট