CAA বিরোধিতায় রাজ্য সরকার কংগ্রেসকে বাধা দিচ্ছে কেন ?


শনিবার,২১/১২/২০১৯
1084

CAA বিরোধিতায় রাজ্য সরকার কংগ্রেসকে বাধা দিচ্ছে কেন?

কংগ্রেস সাংসদ অধ্যাপক প্রদীপ ভট্টাচার্যের বিবৃতি:

তথাকথিত ‘ধর্মনিরপেক্ষ” রাজ্য সরকারের এ এক অদ্ভুত নীতি! রাজ্যে সাম্প্রদায়িক বিজেপি সভা, মিছিল করে অশান্তি করার সরকারি অনুমতি পায় কিন্তু প্রদেশ কংগ্রেস ১৯শে ডিসেম্বর নাগরিকত্ব ( সংশোধনী ) আইনের বিরুদ্ধে মহাত্মা গান্ধীর আদর্শে অহিংস সত্যাগ্রহ আন্দোলন মসজিদ (
টিপু সুলতান মসজিদ) থেকে মন্দির (রাম মন্দির, সেন্ট্রাল এভিনিউ) করতে চাইলে সরকার তার অনুমতি দেয় না। প্রদেশ কংগ্রেস পুলিশের অনুমতি ছাড়াই কাল বিকেল ৩টের সময় টিপু সুলতান মসজিদ থেকে মিছিল শুরু করবে।
সরকারকে এ হেন বৈষম্যের জন্য মানুষের কাছে জবাবদিহি করতে হবে।

রাজ্যে প্রতিবাদের নামে অশান্তি ও সরকারি সম্পত্তি নষ্ট করার জন্য সরকার ব্যবস্থা নিক কারণ যে আন্দোলন মানুষের ক্ষতি করে সেটা কখনও সমর্থন যোগ্য হতে পারে না। কিন্তু স্থানীয় তৃণমূল নেতাদের কথায় যেন একজনও নির্দোষ মানুষ যেন গ্রেপ্তার না হয়। আমরা চাই প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিক এই সরকার।

আবার বলছি আগামীকাল আমরা বেলা তিনটের সময় টিপু সুলতান মসজিদের সামনে থেকে মিছিল শুরু করবই।
ধন্যবাদ

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট