বড়দিনের আনন্দে মেতে উঠেছে গোটা দেশ


বুধবার,২৫/১২/২০১৯
890

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ Jingle bells, jingle bells
Jingle all the way
Oh, what fun it is to ride
In a one-horse open sleigh,
বড়দিনের আনন্দে মাতোয়ারা দেশবাসী। সমতল থেকে পাহাড় সর্বত্র একই ছবি। শহর কলকাতা থেকে নিউ ইয়র্ক সর্বত্র আজ উৎসাহী মানুষের সমাগম। মহা সমারোহে দেশ জুড়ে পালিত হচ্ছে বড়দিন উৎসব। পিছিয়ে নেই জেলাগুলিও বাঁকুড়া, হুগলী সহ বিভিন্ন জেলায় আনন্দে মাতোয়ারা রাজ্যবাসী। ব্যান্ডেল চার্চ থেকে অস্ট্রেলিয়া , মেক্সিকো সর্বত্র উৎসবের আমেজ। পাশাপাশি সকাল থেকেই প্রাচীন গির্জা ব্যান্ডেল চার্চে ভিড় জমান বহু মানুষ। পাশাপাশি গির্জায় গির্জায় চলছে বিশেষ প্রার্থনা। বাঁকুড়াতেও উৎসবের আমেজ , বনভোজন এর জন্য বিভিন্ন পিকনিক স্পটে উপছে পড়েছে পর্যটকদের ভীড়। বড়দিন উপলক্ষে লাল মাটির দেশে শান্তি নিকেতনে পালিত হচ্ছে খ্রিস্টো উৎসব। প্রথা মেনে উপাসনা গৃহে চলছে বিশেষ প্রার্থনা। বৈদিক মন্ত্রোচারনের মাধ্যমে চলছে যীশুর উপাসনা। মোমের নরম আলোয় সেজে উঠেছে উপাসনা গৃহ । উৎসব মুখর গোটা দেশ। কলকাতা থেকে জেলা একই ছবি।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট