ঝাড়গ্রাম :’মাঠে এসো খেলা শেখো’ এই স্লোগানকে সামনে রেখেই অভিনব উদ্যোগ নিয়েছে পুরাতন ঝাড়গ্রাম আরএমএস ক্রিকেট একাডেমি। বিনামূল্যে ক্রিকেট কোচিং ক্যাম্প উদ্বোধন হতে চলেছে আগামী ৭ জানুয়ারি থেকে।
এই ক্যাম্পটি যৌথভাবে করা হচ্ছে বলে জানিয়েছেন আরএমএস ক্লাবের সম্পাদক অমিত হাজরা। অমিত হাজরা বলেন,’জঙ্গলমহলের বাসিন্দাদের কাছে অত্যন্ত আনন্দের এবং সুখবর বিনামূল্যে ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হচ্ছে এখানকার প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনার জন্য।আরএমএস ক্রিকেট একাডেমি এবং লক্ষীরতন শুক্লা বেঙ্গল স্পোর্টস একাডেমি যৌথ উদ্যোগে সম্পূর্ণ বিনামূল্যে ক্রিকেট কোচিং ক্যাম্প শুরু হবে ৭ জানুয়ারি থেকে। ভারতীয় ক্রিকেটার লক্ষ্মীরতন শুক্লার তত্ত্বাবধানে পরিচালিত হবে এই ক্যাম্প। আগামীকাল ২৮ ডিসেম্বর থেকে নাম নথিভুক্তকরণ শুরু হবে পুরাতন ঝাড়গ্রাম রাজবাড়ি ক্রিকেট গ্রাউন্ডে।’
Auto Amazon Links: No products found.