এবার NRC ও CAA বাতিলের দাবিতে সরব হলো জেলার শিক্ষক সংগঠন


শুক্রবার,২৭/১২/২০১৯
621

পশ্চিম মেদিনীপুর :– এবার NRC ও CAA বাতিলের দাবিতে সরব হলো জেলার শিক্ষক সংগঠন। আজ পশ্চিম মেদিনীপুর জেলা শহর মেদিনীপুরের LIC মোড়ে গান্ধী মূর্তির পাদদেশে NRC ও CAA বাতিলের দাবি তুলে অবস্থান বিক্ষোভ শুরু করলো পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি। আজ সকাল থেকেই সমিতির জেলা নেতৃত্ব সহ সদস্য সদস্যারা অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন। অবস্থান বিক্ষোভ মঞ্চ থেকেই কেন্দ্রের NRC ও CAA কে কালো আইন আক্ষা দিয়ে তীব্র বিরোধিতা করে সমিতি। উপস্থিত ছিলেন সমিতির জেলা নেতা অর্ঘ্য চক্রবর্তী সহ অন্যান্য ব্লক নেতৃত্ব।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট