গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ


শুক্রবার,২৭/১২/২০১৯
1576

ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা যুগাচার্য স্বামী প্রণবানন্দ মহারাজের জন্মের 125 বছর উপলক্ষে ২০২০ সালের ২ জানুয়ারি থেকে বর্ষব্যাপী অনুষ্ঠানের সূচনা হচ্ছে। শুক্রবার কলকাতায় ভারত সেবাশ্রম সংঘের প্রধান কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে সংঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, আগামী ২ জানুয়ারি থেকে বেহালা সখেরবাজারে চন্ডী মেলা প্রাঙ্গণে প্রণব মেলার উদ্বোধন হবে। ২০ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে 125 বছর পূর্তির আনুষ্ঠানিক সূচনা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ জানান, আমরা বেশি জোর দিচ্ছি গ্রামীণ মানুষের শিক্ষা বিকাশে। গ্রামের ১২৫ টি স্কুলের উন্নয়ন করা হবে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। প্রণবানন্দ মহারাজের জন্মের ১২৫ বছর উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।

প্রতিবছরের মতো এবছরও গঙ্গাসাগর মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ উদ্যোগী ভূমিকা নিয়েছে ভারত সেবাশ্রম সংঘ। গঙ্গাসাগরে আগত পুণ্যার্থীদের সাহায্য সহযোগিতা করতে ভারত সেবাশ্রম সংঘ কয়েক হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করছে। পাশাপাশি ১০ আসন বিশিষ্ট একটি অস্থায়ী হাসপাতালও তৈরি করা হবে ভারত সেবাশ্রম সংঘের পক্ষ থেকে। এদিনের সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন ভারত সেবাশ্রম সংঘের প্রধান মহারাজ স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট