নতুন বছরের শুরুতে রাজ্য জুড়ে উৎসবের আমেজ


বুধবার,০১/০১/২০২০
519

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

কলকাতাঃ ২০১৯ কে বিদায় জানিয়ে নতুনক্ব স্বাগত জানানোর পালা। আজ ইংরাজী নববর্ষের প্রথম দিন। রাজ্য জুড়ে উৎসবের আমেজ। সকাল থেকেই রাজ্যের বিভিন্ন পর্যটন কেন্দ্র গুলিতে উপছে পড়েছে ভিড়। সকাল থেকেই পিকনিকের মুডে সকলে। পাহাড় থেকে সমতল সর্বত্র একই ছবি। সকাল হতেই নতুন বছরের শুরুতে বনভোজনে বেরিয়ে পড়েছেন অনেকে। নতুন বছরের প্রথম দিন আনন্দে মেতে উঠেছে সকলে।  আজ কল্পতরু উৎসব। সকাল থেকেই দক্ষিনেশ্বরে ভক্তদের সমাগম বাড়ছে। কামারপুকুর ও কাশীপুরে ভক্তদের ঢল। দক্ষিণেশ্বর ও উদ্যানবাটি ইতিমধ্যেই নানা আলোর মালায় সেজে উঠেছে। কাশীপুর উদ্যানবাটি ও দক্ষিণেশ্বর মন্দিরে হাজার হাজার মানুষের উপস্থিতি রয়েছে বেশ অনেকটাই।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট