কলকাতাঃ বছরের প্রথম দিনে শহরের ছবিটা একেবারে অন্যদিনের থেকে সম্পুর্ন আলাদা। কালীঘাট থেকে তারাপীঠ সর্বত্র ভক্তদের ঢল নেমেছে। পাশাপাশি বছরের শুরুতে পুজো নিবেদন করতে দক্ষিনেশ্বরে ভক্তদের সমাগম হয়েছে। আজ বুধবার ‘কল্পতরু’ উৎসব উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে কাশীপুর রামকৃষ্ণ মহাশ্মশান, দক্ষিণেশ্বর, বেলুড়মঠ, কামারপুকুর, আদ্যাপীঠ সকাল থেকেই ভক্তদের ঢল নেমেছে। নতুন বছরের শুরুতে পুজো দিয়ে বছরটা শুরু করতে চান অনেকে। সারাবছরটা যেন ভালো যায় তাঁর জন্য প্রার্থনা। মুম্বই থেকে বারানসী সর্বত্র একই ছবি। বছরের প্রথম দিনে কল্পতরু উৎসব উপলক্ষে বিভিন্ন মন্দিরে ভক্তরা ভিড় জমিয়েছেন।
নতুন সকালে হৃদয় উদ্ভাসিত হোক আলোকমালায়।
বুধবার,০১/০১/২০২০
1066
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---