বিভিন্ন ইস্যুতে রাজ্য সরকারের সঙ্গে রাজ্যপালের বিরোধ তুঙ্গে। এরইমধ্যে রাজ্যপালের সঙ্গে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার দুপুর দেড়টা নাগাদ রাজভবনে পৌঁছান শিক্ষামন্ত্রী। আড়াইটে নাগাদ তিনি বেরিয়ে যান রাজভবন থেকে। তবে কি বিষয়ে আলোচনা হয়েছে তা নিয়ে এখনো পর্যন্ত কোনো পক্ষই মুখ খোলেনি। কয়েকদিন আগেই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ছাত্র বিক্ষোভের মুখে পড়ে ফিরে আসতে হয়েছিল রাজ্যপালকে। এই ঘটনায় চরম ক্ষুব্ধ হয়েছিলেন রাজ্যপাল।
শিক্ষা ক্ষেত্রে রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। এ বিষয়ে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির উপাচার্যদের নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত যেমন রাজ্যপাল নেন পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও আলোচনা চেয়ে চিঠি দেন। মুখ্যমন্ত্রী রাজ্যপালকে চিঠি লিখে জানিয়ে দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এ বিষয়ে আলোচনা করবেন। তারপরই মঙ্গলবার প্রায় ঘণ্টাখানেক বৈঠক হল রাজ্যপাল এবং শিক্ষামন্ত্রী মধ্যে।
Auto Amazon Links: No products found.