কলকাতার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কোমর সম্ভাবনা


শনিবার,০৪/০১/২০২০
694

আবার ও কলকাতার তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কোমর সম্ভাবনা ।আজ থেকে বৃষ্টির অনেক কমে যাবে দক্ষিণ বঙ্গে। হালকা বৃষ্টি হবে মুর্শিদাবাদ, নদীয়া, বীরভূম,বর্ধমান। কলকাতা তে আজ কোনো বৃষ্টির সম্ভাবনা নেই, আকাশ মেঘলা থাকবে। কাল তাপমাত্রা খুব একটা কমাবেননা । পরশু থেকে আকাশ পরিষ্কার হয়ে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি কমবে।

https://youtu.be/bF47EHLcTD0

কলকাতার তাপমাত্রা আজ 14 ও কাল 13 আসে পাশে থাকবে। পরশু 12 থেকে 13 হবে,এটা বজায় থাকবে মঙ্গল বুধবার পর্যন্ত। পশ্চিমের জেলা গুলোতে কাল সকালে কুয়াশা হওয়ার সম্ভাবনা। আজ দার্জিলিং ও সিকিমের উঁচু স্থান তুষার পাত হবে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট