Samsung এবার জানিয়ে দিল কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন ?


বৃহস্পতিবার,০৯/০১/২০২০
1393

Samsung এবার জানিয়ে দিল কেমন হবে পরবর্তী ফোল্ডেবল স্মার্টফোন? দক্ষিণ কোরিয়ার কোম্পানি Samsung ইতিমধ্যে ঘোষণা করেছে যে 11 ই ফেব্রুয়ারিতে তার সর্বশেষ Galaxy S সিরিজ এবং Galaxy Fold 2 অনুষ্ঠানিক ভাবে উন্মোচন করবে। আর এখন লঞ্চের ঠিক আগ মুহূর্তে Galaxy Fold 2 স্মার্টফোন সম্পর্কে নতুন বিবরণ প্রকাশ পেয়েছে। Samsung বিশ্বে Galaxy Fold লঞ্চ করে স্মাটফোনের যগতে চমকে দিয়েছিল। আর এবার সম্পূর্ণ নতুন ডিজাইনের ফোল্ডেবল স্মার্টফোন তৈরি শুরু করে দিয়েছে দক্ষিণ কোরিয়ার কোম্পানিটি।

মঙ্গলবার মার্কিন যুক্তরাষ্ট্রে কোম্পানির ডেভেলপার সম্মেলনে নতুন ফোল্ডিং ফোন ডিজাইন সামনে এনেছে Samsung। আর এই ফোনের কিছু স্পেসিফিকেশন জানাগিয়েছে। এই Galaxy Fold 2 ফনে থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 প্রসেসর। Samung ছাড়াও ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Motorola। এছাড়াও আগামী বছর শুরুতে ফোল্ডেবল স্মার্টফোন লঞ্চ করতে পারে Huawei। Samsung এর নতুন ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের সাথে Motorola ফোল্ডেবল স্মার্টফোন ডিজাইনের মিল রয়েছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট