MediaTek এবার মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নতুন 5G চিপসেট ঘোষণা করল


বৃহস্পতিবার,০৯/০১/২০২০
1226

MediaTek এবার মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নতুন 5G চিপসেট ঘোষণা করল। MediaTek এবার প্রকাশ করল মিডরেঞ্জ স্মার্টফোনের জন্য নয়া প্রসেসর MediaTek Dimensity 800 চিপসেট। Dimensity 800 চিপসেটে থাকছে 5G কানেক্টিভিটি। CES 2020 ইভেন্টে নতুন এই চিপসেটের ঘোষণা করেছে তাইওয়ানের কোম্পানিটি। 2020 সালের প্রথমার্ধে লঞ্চ হবে MediaTek Dimensity 800। কোম্পানিটির তরফ থেকে জানাগিয়েছে আকারে ছোট হলেও এই Dimensity 800 চিপসেটে 5G মোডেম থাকবে। আর কম শক্তিতে এই চিপসেট চলতে পারবে। থাকতে পারে চারটি ARM Cortex-A76 কোর। এই চারটি কোরে সর্বোচ্চ 2GHz ক্লক স্পিড পাওয়া যাবে। সাথে থাকছে চারটি ARM Cortex-A55 চিপসেট।

একই ক্লক স্পিডে চলবে তুলনামূলক কম শক্তিশালী চারটি কোর। Dimensity 1000 আর Dimensity 800 চিপসেটে একই GPU ব্যবহার করেছে MediaTek। সেখানে কোম্পানির HyperEngine গেমিং প্রযুক্তি ব্যবহার হয়েছে। Dimensity 800 চিপসেটে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স প্রসেসিংয়ের জন্য থাকছে APU 3.0। এই চিপসেটে সর্বোচ্চ 64 মেগাপিক্সেল সেন্সর ব্যবহার করা যাবে। থাকছে 4K HDR ভিডিও রেকর্ডিং সাপোর্ট। 90Hz রিফ্রেশ রেটের ফুল এইচডি ডিসপ্লে সাপোর্ট করবে MediaTek Dimensity 800 চিপসেট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট