মুখ্যমন্ত্রীর এন.আর.সি – সি.এ.এ -র বিরুদ্ধে আন্দোলনের সত্যতা নিয়েই তাঁদের মনেই প্রশ্ন উঠে গেল – সোমেন মিত্র


রবিবার,১২/০১/২০২০
570

বাংলায় জাতি ধর্ম-নির্বিশেষে যে সব ছাত্র-যুব, সংবেদনশীল, গণতান্ত্রিক মানুষ সংবিধানের ধর্মনিরপেক্ষতা রক্ষার লড়াই লড়ছেন, যে সব মহিলারা পার্ক সার্কাস ময়দানে খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন, রাজ্য পুলিশের মার সহ্য করে যে সব পড়ুয়ারা আন্দোলন করছেন, আজ মমতা ব্যানার্জীর একান্তে নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ, মুখ্যমন্ত্রীর এন.আর.সি – সি.এ.এ -র বিরুদ্ধে আন্দোলনের সত্যতা নিয়েই তাঁদের মনেই প্রশ্ন উঠে গেল। বাংলার যে সব ধর্মনিরপেক্ষ মানুষ মমতা ব্যানার্জীর মিছিলে হাঁটলেন তাদের সাথে তিনি তঞ্চকতা করলেন। দিদি-মোদীর এই সেটিং -এ তৃণমূলের যে সব নিষ্ঠাবান কর্মী আছেন তাঁদের কাছে আমাদের আবেদন এই ছদ্দ – লড়াইয়ের শরিক হবেন না।

কংগ্রেস ঘোষণা করেছে আমরা যখনই সরকার গড়ব তখনই এই কালা কানুন প্রত্যাহার করব। কংগ্রেস – বামের এই আপোষহীন লড়াইয়ের শরিক হন।
সোমেন মিত্র

প্রেস বিবৃতি
১১/০১/২০২০

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট