সরস্বতী পুজোর দিন পরীক্ষা নয়, নির্দেশ শিক্ষামন্ত্রীর


রবিবার,১২/০১/২০২০
681

রাজ্যের কয়েকটি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সূচিতে সরস্বতী পুজোর দিন পরীক্ষার দিন নির্দিষ্ট করা হয়েছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। তিনি উচ্চ শিক্ষা দপ্তরের মাধ্যমে ওই বিশ্ববিদ্যালয়গুলির আধিকারিকদের কাছে সরস্বতী পুজোর দিন পরীক্ষা না নেওয়ার নির্দেশ দিয়েছেন। শিক্ষা মন্ত্রী ক্ষোভ ব্যক্ত করে বলেন, আমি অবাক হচ্ছি সরস্বতী পুজোর দিনগুলিতে কি করে পরীক্ষা হয়। আমি উচ্চ শিক্ষা দপ্তরের মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে অবিলম্বে বলেছি পরীক্ষার দিন পরিবর্তনের।

এই পরীক্ষার দিন ঘোষণায় বাস্তবতার অভাব রয়েছে বলে অভিযোগ করেন পার্থবাবু। রাজ্য সরকারের সঙ্গে কোনো ভাবে আলোচনা না করেই এইভাবে পরীক্ষার দিন নির্দিষ্ট করা নিয়েও ক্ষোভ উগরে দেন মন্ত্রী। উল্লেখ্য পার্থবাবুর কাছে তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরাো এই নিয়ে অভিযোগ জানান।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট