পথে SUCI


মঙ্গলবার,১৪/০১/২০২০
753

আজ নরেন্দ্র মোদীর কলকাতা আসার পরিপ্রেক্ষিতে এস ইউ সি আই(সি) দলের পঃ বঃ রাজ্য কমিটির উদ্যোগে ধর্মতলায় একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। ২০০০ র বেশি মানুষ এই মিছিলে অংশ নেন। ‘গো ব্যাক নরেন্দ্র মোদী’, ‘রবীন্দ্রাথ, শরৎচন্দ্র, নজরুল, নেতাজীর বাংলায় নরেন্দ্র মোদীদের স্থান নেই’, ‘নো এন আর সি, নো ক্যা, নো এন পি আর’, ‘পেট্রোল-ডিজেল সহ নিত্য প্রয়োজনীয় জিনিষের মূল্য বৃদ্ধি চলবে না’ প্রভৃতি শ্লোগানে ধর্মতলা চত্বর মুখর হয়। বহু মানুষ স্বতঃস্ফূর্তভাবে এই মিছিলে অংশ নেন। কে সি দাস মোড়ে এরপর মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয় এবং বিক্ষোভ মিছিল মৌলালীতে শেষ হয়।

আজ রাজ্যের সমস্ত জেলার সদর সমেত বিভিন্ন জায়গায় দলের নেতৃত্বে বিক্ষোভ মিছিল হয় ও কুশপুত্তলিকা দাহ করা হয়। কলকাতার বিক্ষোভে নেতৃত্ব দেন কেন্দ্রীয় কমিটির সদস্য অমিতাভ চ্যাটার্জি ও অশোক সামন্ত এবং রাজ্য সম্পাদকমণ্ডলীর সদস্য ও প্রাক্তন বিধায়ক তরুণ নস্কর।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট