Honor এবার পপ-আপ সেলফি ক্যামেরা সহ উন্নত প্রসেসর সহ Honor 9X ভারতে লঞ্চ


মঙ্গলবার,১৪/০১/২০২০
1409

Honor এবার পপ-আপ সেলফি ক্যামেরা সহ উন্নত প্রসেসর সহ Honor 9X ভারতে লঞ্চ করেছে। Honor আজ ভারতে তার বহুল প্রত্যাশিত Honor 9X স্মার্টফোনটি পপ-আপ সেলফি ক্যামেরা দ্বারা চালু করেছে। 2019 সালে চিনে এই স্মার্টফোন লঞ্চ হয়েছিল। চিনা কোম্পানি Honor গতকাল একটি ইভেন্টের মাধ্যমে ভারতের নতুন দিল্লিতে এই স্মার্টফোন লঞ্চ করেছে। Honor 9X স্পেসিফিকেশনে রয়েছে একটি 6.59 ইঞ্চি ডিসপ্লে।

ফোনের ভিতরে থাকছে অক্টা-কোর Kirin 710F চিপসেট প্রসেসর। Honor 9X ফোনের পিছনে রয়েছে তিনটি ক্যামেরা। যার মধ্যে 48 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর, 8 মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আর 2 মেগাপিক্সেল ডেপ্ত সেন্স ক্যামেরা। সঙ্গে থাকছে 16 মেগাপিক্সেল পপ-আপ সেলফি ক্যামেরা। ফোনের ভিতরে থাকছে 4,000 mAh ব্যাটারি। Honor 9X ফোনের পাশে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এমনকি Honor 9X ফোনটিতে রয়েছে দুটি ভেরিয়েন্টে। 4 জিবি র‌্যাম + 128 জিবি এবং 6 জিবি র‌্যাম + 128 গিগাবাইট স্টোরেজ যার দাম যথাক্রমে 13,999 এবং 16,999 টাকা। প্রথম দিনে 4 জিবি + 128 জিবি স্মাটফোনটি প্রথম দিন 12,999 টাকায় পাওয়া যাবে

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট