রাত পোহালেই বুধবার ভোরে সাগরমেলায় পুণ্যতিথিতে স্নান সারবেন পুণ্যার্থীরা।


মঙ্গলবার,১৪/০১/২০২০
649

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

দক্ষিন ২৪ পরগনাঃ সব সাগর বারবার, গঙ্গাসাগর একবার। প্রতি বছরের মত এই বছরেও  হাজার হাজার পুর্নার্থী হাজির হয়েছেন মেলা চত্বরে। জেলা প্রশাসনের তরফ থেকে রয়েছে আঁটসাঁট নিরাপত্তা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ মেলার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। এছার দূর দুরান্ত থেকে সাধু সন্তরা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন গঙ্গাসাগর মেলায়। জ রাত পোহালেই কাল সাগর মেলায় পুন্যতিথিতে স্নান করবেন পুর্নার্থীরা। দেশের বিভিন্ন জায়গায় থেকে এসেছেন ভক্তরা।  সেই উপলক্ষে গঙ্গাসাগরের নিরাপত্তা একেবারে সর্বোচ্চ স্তরে। লাখো লাখো মানুষের ভিড়ে নজরদারি চালাচ্ছে ড্রোন, কপ্টার। রাজ্য প্রশাসনের পাশাপাশি জলপথে গঙ্গাসাগরে বিশেষ নজরদারি চালাচ্ছে উপকূলরক্ষী বাহিনীও।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট