রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কে “সার্কাস চলছে” বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী


শুক্রবার,১৭/০১/২০২০
586

পশ্চিম মেদিনীপুর :- রাজ্যপাল ও রাজ্য সরকারের মধ্যে সম্পর্কের টানাপোড়েন কে “সার্কাস চলছে” বলে মন্তব্য করেছেন লোকসভার বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। আজ মেদিনীপুর শহরে জেলা যুব কংগ্রেসের ডাকা NRC, NPR ও CAA বিরোধী এক সমাবেশে বক্তব্য রাখতে এসে তিনি এই মন্তব্য করেছেন। তিনি মন্তব্য করেছেন, বাংলায় সার্কাস চলছে, রাজভবন ও নবান্ন ভবনের দুই মাথা সার্কাসের দুই জোকার।

এদিন দিল্লি তে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ NPR বৈঠকে বাংলা বাদে অন্যান্য রাজ্যগুলির হাজিরা প্রসঙ্গে জিজ্ঞাসা করলে তিনি রাজ্যের প্রতিনিধির না যাওয়া কে তিনি সমর্থন করেননি। তিনি বলেন, এটা প্রতিবাদ করার মূল জায়গা, জনগনণার ক্ষেত্রে কি কি নথি চাই, তার পক্ষে বিপক্ষে মত প্রকাশের জায়গা ছিল এটি।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট