এখানকার আদিবাসী মানুষ ছাড়া ভারতে যারা আছে তারা সবাই অনুপ্রবেশকারী : অধীর চৌধুরীর

ঝাড়গ্রাম :- এসটি তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করছে কুড়মি সম্প্রদায়ের মানুষরা । কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীর পার্লামেন্টে কর্মীদের এসটি তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য আওয়াজ তুলেছিলেন । এতেই কোন সম্প্রদায়ের মানুষেরা আশার আলো দেখতে পাচ্ছেন অধীর চৌধুরীর কাছ থেকে । শুক্রবার ঝাড়গ্রাম শহরের ডিএম হলে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অধীর চৌধুরী কে পার্লামেন্টে কুড়মিদের দাবি জানানোর জন্য সংবর্ধনা জ্ঞাপন করেন “কুড়মি সমাজ” । জঙ্গলমহলের বিশিষ্ট ঝুমুর শিল্পী বিজয় মাহাতো এবং জঙ্গলমহলে ক্রমাগত হাতির হানায় নিহতদের স্মরণে নীরবতা পালন করেন অধীর চৌধুরী । সংবর্ধনা সভা মঞ্চে অধীর বাবু কে মকর পরব উপলক্ষে পিঠে খাওয়ান কুড়মী সমাজের সদস্যরা । মঞ্চে বক্তব্য রাখা কালীন অধীর চৌধুরী কুড়মালি ভাষায় লেখা কবিতা পাঠ করেন । এদিনের সংবর্ধনা সভায় অধীর চৌধুরী বলেন , সারাদেশেই অনুপ্রবেশকারী বলে আলোচনা হচ্ছে কথা হচ্ছে । কিন্তু আমি মনে করি এখানকার আদিবাসী মানুষ ছাড়া ভারতে যারা আছে তারা সবাই অনুপ্রবেশকারী । আমরা বাইরে থেকে এসে আপনাদের জমি দখল করেছি ঘর দখল করেছি সম্পদ দখল করেছি এবং আপনাদের জঙ্গল ছেড়ে দিয়েছি যেখানে হাতি বাঘের সঙ্গে প্রতিদিনই লড়াই হচ্ছে আপনাদের এই জল জঙ্গল জমিন সবই আপনাদের ।

পার্লামেন্টে কুড়মিদের এসটি করার বিষয় নিয়ে অধীর বাবু বলেন , আমি পার্লামেন্টে এই বিষয়টি তুলে ধরেছি তার মানে এটি লিপিবদ্ধ হয়েছে । আমি যখন পার্লামেন্টে বলি তখন আমার পাশেই সোনিয়া গান্ধী বসেছিলে তিনি জানতে চেয়েছিলেন এই বিষয়টি কি । তখন আমি বলেছিলাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খন্ড উড়িষ্যা রাজ্যের বিস্তীর্ণ এলাকায় প্রায় কয়েক লক্ষ কুড়মি মানুষের বাস রয়েছে তারা সিডিউল ট্রাইল সিডিউল হওয়ার দাবী জানাচ্ছেন । তখন সোনিয়া গান্ধী আমাকে বলেছিলেন বিহারের নিতিশ কুমার ও তো কুড়মি । আমি বলেছিলাম ওরা হচ্ছে ওবিসি এবং কিন্তু এখানকার কুড়মিরা সিডিউল ট্রাইব হওয়ার অধিকার চাইছেন ।

মঞ্চে পিঠা খেয়ে তার প্রশংসায় অধীর বলেন , এই মকরসংক্রান্তি এলে পিকের কথা মনে পড়ে কিন্তু এবছর পিঠে পায়নি । কিন্তু ঝাড়গ্রাম এসে এই বোন দের হাতে পিঠে পেয়েছি । তাই এমনি পিঠে নয় গরম গরম পিঠে খেয়েছি ফলে আপনাদের হয়ে কাজ করার তাগিদে আমার আরো বেড়ে গেছে ।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

2 days ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

2 days ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

2 days ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

2 days ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

2 days ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

2 days ago
https://www.banglaexpress.in/ Ocean code: