আজ সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে সমতা ফেরাতে মরিয়া ভারতীয় দল, আজ প্রথমে ব্যাট করতে নেমে দুর্দান্ত সূচনা করেন ভারতের দুই ওপেনার। তাঁদের জোরাল ব্যাটিং আক্রমনের জেরে বড় রানের দিকে এগিয়ে যায় ভারতীয় দল। ভারত অধিনায়ক বিরাট কোহলি করেন ৭৮। শেষের দিকে দুরন্ত ব্যাট করে যান কেএল রাহুলও। আজ রাহুল করেন ৮০ রান। ভারতের ব্যাটসম্যানদের দাপটে ৩৪০ রানে থামে ভারতের ইনিংস। জবাবে ব্যাট করতে নামে পরপর উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পরে প্রতিপক্ষ শিবির। ভারতীয় পেসারদের দাপটে তাসের ঘরের মত ভেঙ্গে পরে অজিদের ব্যাটিং লাইন আপ। পাশাপাশি সামি থেকে বুমরা ভারতের পেস আক্রমন সামলাতে এদিন রীতিমত হিমশিম খেল অজিরা। জশপ্রীত বুমরা, মহম্মদ শামি, শার্দুল ঠাকুরকে আজ পুনরায় দুর্দান্ত ছন্দে দেখা গেল। ইতিমধ্যে ৯ উইকেট হারিয়ে কঠিন চ্যালেঞ্জের সামনে দাঁড়িয়ে অজিরা।
সিরিজের দ্বিতীয় ম্যাচে সমতা ফেরাতে মরিয়া কোহলি বাহিনী
শুক্রবার,১৭/০১/২০২০
589
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---