কলকাতাঃ ডিসেম্বরের মাঝামাঝি থেকে শহরে শীতের প্রবেশ ঘটেছিল। নতুন বছরে শুরুতে বেশ কয়েকটা দিন শীতের দাপুটে ইনিংস চলেছিল। তবে চলতি সপ্তাহে হটাত করে উধাও হয়ে গেল শীত। বেলা বাড়তেই বাড়ছে তাপমাত্রার পরিমান, ফলে শীতের চেনা ছবি আবার পাল্টে গেল শহর কলকাতার বুকে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার মতো শীত বিদায়ের নির্দিষ্ট নির্ঘণ্ট হয় না। তবে জাঁকিয়ে শীত পড়ার মতো পরিস্থিতি আর হবে না বলেই মনে হচ্ছে। তবে, উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অর্থাৎ আবার কবে জাঁকিয়ে শীত পড়বে এই বিষয়ে সেভাবে এখনও কিছু বলা যাচ্ছে না। বাতাসে যেন বসন্তের আগমনী। বেলা বাড়তেই এক লাফে বেড়ে চলেছে তাপমাত্রার পরিমান। ফলে শহরতলিতে সেভাবে আর শীতের দেখা মিলছে না। অনেকেই মনে করছেন বসন্ত এসে গেছে। আবহাওয়া যেন ঠিক অনেকটাই তেমন পুর্বাভাস দিচ্ছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৫.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি।
বাতাসে বসন্তের পদধ্বনি
রবিবার,১৯/০১/২০২০
1244
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---