জনপ্রিয় নায়িকা শ্রাবন্তীর একান্ত ভিডিও ফাঁস করে দিলেন রোশন


মঙ্গলবার,২১/০১/২০২০
3639

জনপ্রিয় নায়িকা শ্রাবন্তী প্রেমিক রোশন সিংকে বিয়ে করেছেন গত বছর ১৯ মে। বিয়ের পর বেশ জমিয়ে হানিমুনও সারেন তারা। এটা এই নায়িকার তৃতীয় বিয়ে হলেও ভক্তদের আগ্রহের শেষ ছিলো না এই বিয়ে নিয়ে। বিয়ের পর থেকেই সোশ্যাল মিডিয়া ও ভারতীয় গণমাধ্যমে ভেসে বেড়িয়েছে তাদের বিয়ে-হানিমুনের ছবি।

রোশন সিংয়ের সঙ্গে সুখের সংসার করছেন শ্রাবন্তী। সেই রোশান এবার মজা করে ফাঁস করে দিয়েছেন নায়িকা শ্রাবন্তীর একটা গোপন ভিডিও। অল্প সময়ের মধ্যেই ভাইরাল হয়ে গেছে সেই ভিডিও।

View this post on Instagram

Guess who…..

A post shared by Singh Roshan (@singhroshan399) on

রোশন সিং ইনস্টাগ্রামে শ্রাবন্তীর যেই ভিডিওটি প্রকাশ করেছেন সেখানে শীতের পোশাকে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে। আরও দেখা যাচ্ছে, শিশুদের কণ্ঠে কথা বলছেন নায়িকা। আদুরে গলায় তিনি স্বামীর কাছে পিৎজা খেতে চাইছেন। আর স্বামীর নানা প্রশ্নের উত্তর দিচ্ছেন।

শ্রাবন্তীর ভক্তরা ভিডিওটি দেখে বেশ মজা পেয়েছেন। আর যে যার মতো মজার মজার মন্তব্য করে চলেছেন। সব মিলিয়ে স্বামী-স্ত্রীর এই মধুর সম্পর্কের প্রশংসা করছেন সবাই।

এর আগে বছরের শুরুতেই শ্রাবন্তীর স্বামী রোশান সিং স্ত্রীকে চুম্বন করছেন এমন একটি ছবি পোস্ট করেছিলেন। সেই ছবিও ভাইরাল হয়েছিলো সোশাল মিডিয়ায়।

View this post on Instagram

Happy new year Jaan

A post shared by Singh Roshan (@singhroshan399) on

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট