এবার WhatsApp অ্যান্ড্রয়েডে বিটা ভার্সানে এসে গেল ডার্ক মোড


বৃহস্পতিবার,২৩/০১/২০২০
1408

এবার WhatsApp অ্যান্ড্রয়েডে বিটা ভার্সানে এসে গেল ডার্ক মোড। অবশেষে আসল WhatsApp-এর ডার্ক মোড থিম। বিগত প্রায় এক বছরের বেশি সময় ধরে নতুন এই ফিচারের একের পর এক ছবি সামনে এসেছিল। আর এবার পুরোপুরি নিশ্চিত যে অ্যান্ড্রয়েডে বিটা ভার্সানে ডার্ক মোড যোগ হয়েছে। হোম স্ক্রিন ও সেটিংস মেনুতেও গাঢ় ব্যাকগ্রাউন্ড দেখা গিয়েছে। তবে আপাতত বিটা গ্রাহকরাই WhatsApp ডার্ক মোড ব্যবহার করতে পারবেন। বিটা গ্রাহকরা Google Play Store থেকে WhatsApp আপডেট ডাউনলোড করতে পারবেন।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

WhatsApp v2.20.13 এর হাত ধরে এই মেসেজিং অ্যাপে ডার্ক মোড হাজির হয়েছে। কীভাবে হোয়াটসঅ্যাপে ডার্ক মোড চালু করবেন? নতুন এই ভার্সানটি দ্রুত সক্রিয় করতে নীচের বর্ণিত পদক্ষেপগুলি অনুসরণ করুন। সর্বশেষতম হোয়াটসঅ্যাপ বিটা আপডেট ডাউনলোড করতে হবেএবং অ্যাপটি খুলুন।এবার অ্যাপটি খোলার পরে, স্ক্রিনের উপরের ডানদিকে কোণার তিন-ডট মেনু আইকনে ক্লিক করে এবং মেনু থেকে সেটিংস নির্বাচন করতে হবে। তার পর সেটিংস এসে গেলে চ্যাটগুলিতে চাপতে হবে এবং তারপরে থিমটিতে চাপতে হবে। এটি করার পর একটি উইন্ডোটি খুলবে যেখানে এই থিমটি চয়ন করা যাবে।

https://www.youtube.com/watch?v=Ghy7di_6z2M

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট