ডেস্ক রিপোর্ট, ঢাকা: অবশেষে শুরু হতে যাচ্ছে রাজধানীর হাতিরঝিলে অবৈধভাবে নির্মিত তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র ভবন ভাঙার কার্যক্রম। ২২ জানুয়ারি বুধবার সকালে কার্যক্রমের উদ্বোধন করবেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। ২১ জানুয়ারি মঙ্গলবার গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রণালয়ের জনসংযোগ থেকে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বুধবার সকাল ১০টায় হাতিরঝিল এলাকায় অবস্থিত বিজিএমইএ ভবন ভাঙার কার্যক্রম উদ্বোধন কর্মসূচিতে মন্ত্রী উপস্থিত থাকবেন। এর আগে কয়েকবার ঘোষণা দিলেও ভবনটি ভাঙার কার্যক্রম শুরু করতে দেখা যায়নি। ২০১১ সালের ৩ এপ্রিল হাইকোর্ট এক রায়ে ভবনটিকে ‘হাতিরঝিল প্রকল্পে একটি ক্যানসারের মতো’ উল্লেখ করে রায় প্রকাশের ৯০ দিনের মধ্যে ভেঙে ফেলতে নির্দেশ দেন। এর বিরুদ্ধে বিজিএমইএ লিভ টু আপিল করে, যা ২০১৬ সালের ২ জুন আপিল বিভাগে খারিজ হয়।
পরে ভবন ছাড়তে উচ্চ আদালতের কাছে সময় চায় বিজিএমইএ। প্রথমে ছয় মাস এবং পরে সাত মাস সময় দেওয়া হয়। সর্বশেষ ২০১৮ সালে আবার এক বছর সময় বাড়ানো হয়। সে সময় ভবিষ্যতে আর সময় চাইবে না বলে মুচলেকা দেয় বিজিএমইএ। সেই সময় শেষ হয় গত ১২ এপ্রিল। এরপর ১৬ এপ্রিল বিজিএমইএ ভবনে তালা ঝুলিয়ে দেয় রাজউক। ভবনটি ভাঙার জন্য দরপত্র আহ্বান করা হয়। প্রথম দরদাতা অপারগতা প্রকাশ করলে ভবনটি ভাঙার কাজ থমকে যায়। এরপরে দ্বিতীয় দরদাতাও শর্ত ভঙ্গের অভিযোগ করে আসছিলো। এরই মধ্যে ভবনটি ভাঙার কার্যক্রমের ঘোষণা দিলেন মন্ত্রী।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More