Huawei এবার অপটিকাল হার্ট রেট সেন্সর সহ Huawei Band 4 ভারতে চালু করেছে


শনিবার,২৫/০১/২০২০
1400

Huawei এবার অপটিকাল হার্ট রেট সেন্সর সহ Huawei Band 4 ভারতে চালু করেছে। Huawei আজ ভারতে তার সর্বশেষতম ফিটনেস ব্যান্ড চালু করার ঘোষণা দিয়েছে। গত বছর অক্টোবর মাসে চিনে লঞ্চ হয়েছিল এই ফিটনেস ব্যান্ড। অবশেষে ভারতে এই প্রোডক্ট নিয়ে এল Huawei। সংস্থাটি Huawei Band 4 1,999 টাকার মূল্যে চালু করেছে। আর এই ব্যান্ডটি ফ্লিপকার্ট থেকে কেনার জন্য পাওয়া যাবে। Huawei Band 4 স্পেসিফিকেশন রয়রছে 160 x 80 পিক্সেলের রেজোলিউশন সহ একটি 0.96 ইঞ্চি TFT ডিসপ্লে।ব্যান্ডটির ভিতরে থাকছে একটি Apollo 3 চিপসেট।

বিজ্ঞাপন

থাকছে তিন অ্যাক্সিস অ্যাক্সেলেরোমিটার, ইনফ্রারেড সেন্সর আর অপটিকাল হার্ড রেট সেন্সর। আর Huawei Band 4 বিভিন্ন ইনডোর ও আউটডোর ফিটনেস অ্যাক্টিভিটি ট্র্যাক করতে পারবে। এছাড়াও স্মার্টফোনের সাথে Huawei Band 4 কানেক্ট করা যাবে। আর থাকছে ফাইন্ড মাই ফোন আর রিমোট শাটার ফিচার। নতুন এই ফিটনেস ব্যান্ড ছয় ধরনের ঘুমের রোগ ধরতে পারবে। Huawei Band 4 এর ভিতরে রয়েছে 91 mAh ব্যাটারি। কোম্পানির দাবি এক চার্জে 9 দিন চলবে এই ফিটনেস ব্যান্ড।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট