রবিবার কেন উইলিয়ামসনদের দলকে সাত উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া।


রবিবার,২৬/০১/২০২০
603

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ সিরিজের গুরুত্বপুর্ন ম্যাচে প্রতিপক্ষদের হেলায় হারিয়ে দিল ভারতীয় দল। আজ শুরু থেকেই দুর্দান্ত ছন্দে দেখা যায় ভারতীয় বোলারদের। এদিন টস জিতে ব্যাট করলেও প্রতিপক্ষের ইনিংস সেভাবে আজ  গতি পেল না। ভারতীয় বোলারদের জোরাল বোলিং এর কাছে সেভাবে ঘুরে দাঁড়াতে পারেনি কিউয়িরা। রবিবার একেবারে অন্য মেজাজে দেখা গেল ভারতীয় দলকে। নিউজিল্যান্ডের প্রথম সারির ব্যাটসম্যানদের একের পর এক ফিরিয়ে দেন আজ ভারতের প্রথম সারির বোলাররা।

 

নিউজিল্যাণ্ডের হয়ে প্রথম ৬ ওভারে ৪৮ রান যোগ করেন মার্টিন গাপ্টিল ও কলিন মুনরো। তবে ১৬ বলের ব্যবধানে দুই ওপেনারকে ফিরিয়ে দেন ভারতীয় বোলার শার্দুল ঠাকুর ও শিবম দুবে। এরপর আজকের ম্যাচ আর ঘুরে দাঁড়াতে পারেনি নিউজিল্যান্ড। এদিন প্রথমে ব্যাট করে ভারতীয় বোলারদের দাপটে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩২/৫ স্কোরেই শেষ হয়ে যায়  নিউজিল্যান্ড এর ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারতীয় দল।

 

রাহুল ও শ্রেয়াসের অনবদ্য ইনিংস আজকের ম্যাচে চিত্রনাট্য রচনা করে দেয় । রোহিত ফিরে যাওয়ার পর এই জুটি দলকে প্রয়োজনীয় রানের লক্ষ্যে এগিয়ে নিয়ে যায় । শেষ পর্যন্ত ১৭.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়  ভারত । প্রথম ম্যাচে শুক্রবার ছয় উইকেটে জয়ের পর রবিবার কেন উইলিয়ামসনদের দলকে সাত উইকেটে পরাজিত করল টিম ইন্ডিয়া।রান তাড়া করতে নেমে ১৭.৩ ওভারেই লক্ষ্যে পৌঁছে যায়  ভারত (১৩৫-৩)।পাঁচ ম্যাচের সিরিজে ২-০ এগিয়ে গেল আজ বিরাট বাহিনী ।

 

 

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট