কীভাবে WhatsApp Web-এ ডার্ক মোড চালু করবেন ?


মঙ্গলবার,২৮/০১/২০২০
1685

কীভাবে WhatsApp Web-এ ডার্ক মোড চালু করবেন? দেখে নিন! সম্প্রতি WhatsApp অ্যান্ড্রয়েড ভার্সনের বিটা ইউজারদের জন্য তার বহুল প্রতীক্ষিত ডার্ক মোড চালু করেছে। আর এই ডার্ক মোড কীভাবে Web-এ চলু করতে হবে তা নীচে স্টেপ গুলি ফলো করলে করা যাবে। প্রথমে Stylus নামে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড এবং এক্সটেনশন যুক্ত করতে হবে।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

এবার Web ব্রাউজারটি খুলতে হবে এবং স্টাইলাস এক্সটেনশনে যেতে হবে। সেখানে হোয়াটসঅ্যাপ ডার্ক মোড ডাউনলোড করা যাবে। আর এটি ইনস্টল হয়ে গেলে WhatsApp Web-টি খুলতে হবে বা রিফ্রেশ করতে পারে এবং ডার্ক মোড ব্যবহার করা যাবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট