Samsung এবার তার Galaxy Fold এর উত্তরসূরি Q2 ফোনটি চালু করার পরিকল্পনা করেছে


মঙ্গলবার,২৮/০১/২০২০
1596

Samsung এবার তার Galaxy Fold এর উত্তরসূরি Q2 ফোনটি চালু করার পরিকল্পনা করেছে। সাম্প্রতি Samsung তার প্রথম Galaxy Fold স্মার্টফোনের উত্তরসূরির উপর কাজ করছে বলে জানা গেছে। আর Samsung আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটি এই বছরের দ্বিতীয়ার্ধে লঞ্চ করবে বলে জানা গেছে। Samsung-এর এক্সডিএ ডেভেলপারদের ম্যাক্স ওয়েইনবাচের মতে সংস্থাটি Galaxy Fold-এর উত্তরসূরিটি এই বছরের দ্বিতীয়ার্ধে চালু করার পরিকল্পনা করছে।

তিনি আরও প্রকাশ করেছেন যে আসন্ন ফোল্ডেবল স্মার্টফোনটিতে একটি 8 ইঞ্চি ডিসপ্লে থাকবে। আর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 865 প্রসেসর। এমনকি এটিতে থাকবে 5G সাপর্ট। তিনি আরও উল্লেখ করেছেন যে Galaxy Fold 2 ফোনটিতে একটি 108-মেগাপিক্সেল প্রাথমিক ক্যামেরা সেন্সর থাকবে। এদিকে Samsung আবার একটি নতুন ফোল্ডেবল স্মার্টফোন যা Galaxy Z Flip নিয়ে কাজ করছে বলেও জানা গেছে। আর জানাগিয়েছে Samsung Galaxy Z Flip-টিতে 6.7-ইঞ্চি ডায়নামিক অ্যামোলেড ডিসপ্লে থাকবে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট