ভারতের পরে এবার হংকংয়ে প্রকাশিত হবে ‘GOOD NEWS’


রবিবার,০২/০২/২০২০
716

ভারতের পরে এবার হংকংয়ে প্রকাশিত হবে ‘GOOD NEWS’ ,জানুন প্রকাশের তারিখ। অক্ষয় কুমার এবং কারিনা কাপুর খানের ছবি ‘GOOD NEWS’ এবার বক্স অফিসে আস্তে চলেছে। আর এই ছবি ভারতে প্রকাশিত হওয়ার পরে হংকংয়ে মুক্তি পেতে চলেছে। অক্ষয় কুমার শনিবার একটি পোস্টার প্রকাশের মাধ্যমে এটি ঘোষণা করেছিলেন। আম্রাজুয়ানি অক্ষয় কুমার, কারিনা কাপুর, দিলজিৎ দোসাঁহহ ও কিয়ারা আদভানি অভিনীত ‘GOOD NEWS’ ভারতে 27 ডিসেম্বর 2019 এ মুক্তি পেয়েছিল।

আর এবার ১৩ ফেব্রুয়ারি হংকংয়ে প্রকাশিত হতে চলেছে এই ‘GOOD NEWS’ ছবি। প্রায় 95 কোটি টাকার বাজেটে নির্মিত এই ছবিটি দেশীয় বক্স অফিসে প্রায় 204.62 কোটি সংগ্রহ করেছে।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট