বাঁকুড়ার ভেঙে পড়া জলাধার পুনঃনির্মান করতে হবে পুরনো নির্মানকারী সংস্থাকেই


রবিবার,০২/০২/২০২০
478

রাজ্য সরকার বাঁকুড়ার সারেঙ্গায় জলাধার ভেঙে পড়ার ঘটনায় তদন্তকারী দলের রিপোর্ট মেনে পুরনো নির্মানকারী সংস্থাকেই তাদের নিজেদের খরচে দ্রুত জলাধারটি পুনর্নির্মান করার নির্দেশ দিয়েছে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে। উল্লেখ্য ১৬৫ কোটি টাকা ব্যায়ে সাতশো কিউবিক মিটার জলধারন ক্ষমতাসম্পন্ন এই জলাধারটি তিন বছর আগে নির্মান করা হলেও গত ২২ জানুয়ারী হঠাতই তা ভেঙে পড়ার ঘটনায় রাজ্যজুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছিল।

এরপরে ঘটনার তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়। অত্যন্ত নিম্নমানের সামগ্রী দিয়ে জলাধারটি তৈরি করা হয়েছিল উল্লেখ করে কমিটি চলতি সপ্তাহে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে রিপোর্ট জমা দেওয়ার পরেই এই সিদ্ধান্ত নেওয়া হল।জলাধার নির্মানের খরচ ১ কোটি ৬৫ লক্ষ হবে। নবান্ন সূত্রে খবর।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট