চারটি ম্যাচের মধ্যে দুটিতে সুপার ওভারে জিতেছে ভারতীয় দল। তাঁদের এখন লক্ষ্য সিরিজ ৫-০ করা।


রবিবার,০২/০২/২০২০
475

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

বিদেশের মাটিতে আজ প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার হাতছানি কোহলি ব্রিগেডের সামনে। পরপর চারটি ম্যাচে জয় পেয়ে বাড়তি আন্ত বিশ্বাস ফিরে পেয়েছে কোহলি ব্রিগেড। আজ সিরিজের শেষ ম্যাচে তারাই ফেবারিট হয়ে মাঠে নামছে ।এমনটাই মনে করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। রবিবার কোহলি বাহিনীর সামনে নতুন লক্ষ্যে রয়েছে। প্রতিপক্ষকে হোয়াইট ওয়াশ করার। আজ সেই লক্ষ্যেকে সামনে রেখে মাঠে নামছে কোহলি ব্রিগেড। পাঁচ ম্যাচের টি-২০ সিরিজে রবিবার শেষ ম্যাচ খেলতে নামছে ভারতীয় দল।

 

ইতিমধ্যে সিরিজ পকেটে পুরে ফেলেছেন কোহলিরা।আজ, রবিবার, মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের শেষ ম্যাচ। যে লড়াই জিতলে ৫-০ ফল হবে সিরিজের। চোটের কারণে গত ম্যাচে বিশ্রাম নিয়েছিলেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন। এই ম্যাচেও তাঁর খেলার সম্ভাবনা কম। যা অনেকটাই চিন্তায় রাখছে নিউজিল্যান্ড শিবিরকে। আর সাথে প্রথমবার টি-২০ সিরিজ জেতার পাশাপাশি প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার হাতছানি কোহলি বাহিনীর সামনে।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট