রাজনৈতিক কারণেই ছত্রধর মাহাতকে মুক্তি দেওয়া হয়েছে,ছত্রধর মাহাত এতদিন জেলে রইল কেন :মুকুল রায়


রবিবার,০২/০২/২০২০
570

পশ্চিম মেদিনীপুর :- রাজনৈতিক কারণেই ছত্রধর মাহাতকে মুক্তি দেওয়া হয়েছে। ছত্রধর মাহাতকে ব্যবহার করেই তৃণমূল কংগ্রেস ঐ জায়গার দখল নিয়েছিল। ছত্রধর মাহাত এতদিন জেলে রইল কেন, এটাই মমতা ব্যানার্জীর কাছে ছত্রধরের সহকর্মীদের প্রশ্ন হওয়া উচিৎ। আজ মেদিনীপুরে এসে ছত্রধরের জেল থেকে মুক্তি পাওয়া প্রসঙ্গে এমনই প্রতিক্রিয়া দিলেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, রাজনৈতিক স্বার্থে ছত্রধর মাহাতকে ব্যবহার করা হয়েছিল, আর রাজনৈতিক কারণেই মুক্তি দেওয়া হয়েছে। ২০১১ তে মমতা ব্যানার্জী ক্ষমতায় এসেছেন, তারপরেও ২০২০ পর্যন্ত ছত্রধর মাহাতকে জেলে থাকতে হল কেন তার জবাব মমতা ব্যানার্জীকে সাধারণ মানুষের কাছে দিতে হবে। ছত্রধরের কাঁধে পা রেখেই মমতা ব্যানার্জী জঙ্গলমহলে প্রবেশ করেছিল। আমি বুঝতে পেরেছিলাম ছত্রধর মাহাতর সঙ্গে অন্যায় হচ্ছে, তাই আমি ছত্রধরের বাড়ি গিয়েছিলাম।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট