কলকাতাঃ চলতি সপ্তাহে আবারও বৃষ্টির সম্ভাবনা রাজ্যজুড়ে। বৃহস্পতি ও শুক্রবার বৃষ্টি হতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় ভিবিন্ন জায়গায় । কিন্ত তা হবে হাল্কা থেকে মাঝারি মাপের। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টি হতে পারে । পশ্চিম মেদিনীপুর সহ কিছু জেলায় আজ রাতেই বৃষ্টি শুরু হবে। আগামী কাল পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
অর্থাৎ আগামীকাল থেকেই রাতের দিকে তাপমাত্রা বাড়বে ।দিনের তাপমাত্রা একই থাকলেও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। উত্তরবঙ্গে পরিষ্কার আকাশ বৃষ্টির কোন সম্ভাবনা নেই। অন্যদিকে নতুন একটি ঝঞ্ঝায় বুধবার রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ফের বৃষ্টি ঝরবে বলে মনে করছেন আবহাওয়াবিদরা । বৃহস্পতিবার রাত থেকে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে কলকাতা–সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। চলবে শুক্রবারও।চলতি সপ্তাহে যে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তার পিছনেও এক ঝঞ্ঝা কাজ করছে বলে মনে করছেন আবহাওয়াবিদদের একাংশ ।
Auto Amazon Links: No products found.