আজ এবং কাল মেঘলা আকাশ থাকবে। ফলে দিনের তাপমাত্রা কম থাকবে রাতের দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশেষ করে উড়িষ্যা সংলগ্ন জেলা গুলি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া তে বৃষ্টির সম্ভাবনা। ৯ তারিখ থেকে এই পরিস্থিতি কেটে যাবে ।৯ তারিখের পর থেকে রাতের তাপমাত্রা ২থেকে ৩ ডিগ্রি কমবে । ৯ ও ১০ তারিখে সামান্য শীতের অনুভূতি থাকবে। ১১ তারিখে নতুন করে আবার একটা পশ্চিমী ঝঞ্জা আসার সম্ভাবনা আছে। জানালো আলিপুর হাওয়া অফিস।
https://youtu.be/6_g0Xdk2r2s
Auto Amazon Links: No products found.