আর হাতে মাত্র কয়েকটা দিন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে প্রেমের সপ্তাহ। আর সামনেই আসছে ১৪ই ফেব্রুয়ারী। সবমিলিয়ে বলা চলে প্রেমের দিন আসন্ন। কলেজ জীবন হোক বা কর্ম জীবন। বছরের এই দিনটা খুব স্পেশাল প্রেমিক প্রেমিকাদের জন্যে। আর এমন প্রেমের দিনে মুক্তি পাচ্ছে বাংলা ছায়াছবি লাভ আজ কাল পরশু। সবমিলিয়ে এক অসাধারন গল্প নিয়ে হাজির হচ্ছেন পরিচালক প্রতীম ডি গুপ্তা। ভ্যালেন্টাইনস ডে-র দিনে মুক্তি পাচ্ছে সেই ছবি। শনিবার সামনে এল ছবির ট্রেলার। এছাড়া এই ছবির গান গুলি ইতিমধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে দর্শকদের মধ্যে।
‘সব চলে প্রেমে আর বিনোদনে…’
রবিবার,০৯/০২/২০২০
632
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---