২০১৫ সালের নির্বাচনে নয়া দিল্লি বিধানসভা আসনটি জিতেছিলেন আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল। এর আগে ২০১৩ সালের বিধানসভা নির্বাচনেও এই আসন থেকে জিতেছিলেন তিনি। আজ সকাল থেকেই শুরু হয়েছে গননা। কিন্ত এবার প্রাথমিক গণনার হিসেবে তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপির থেকে অনেকটাই এগিয়ে গিয়েছে আম আদমি পার্টি।বিজেপির সঙ্গে ব্যবধান আরও বাড়িয়ে নিল আম আদমি পার্টি।
২১টি গণনা কেন্দ্রে ভোট গণনা চলছে। ট্রেন্ড যে পথে এগোচ্ছে তাতে ফের ক্ষমতায় আসতে চলেছেন অরবিন্দ কেজরীবাল। বুথফেরত সব সমীক্ষাতেও এই ইঙ্গিতটাই ছিল। কিন্তু যাই হোক, সমস্ত বুথ ফেরত সমীক্ষাই বলছে, এবারও বিজেপি রাজধানী জয় অধরাই থেকে গেল। বহু আঙ্গিকে এই নির্বাচন আলাদাভাবে তাৎপর্যপূর্ণ হতে চলেছে।
৭০ আসনের দিল্লি বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। প্রাথমিক গণনায় সংখ্যাগরিষ্ঠতার পথে আম আদমি পার্টি। অধিকাংশ আসনে এগিয়ে আপের প্রার্থীরা। অনেকটা পিছিয়ে দ্বিতীয় স্থানে বিজেপি। অর্থাৎ আরও একবার দিল্লীর মসনদে বসতে চলেছে আপ সরকার এখনও পর্যন্ত এমন ইঙ্গিত মিলছে। স্বাভাবিক ভাবেই উচ্ছসিত আপ কর্মী সমর্থকরা। তৃতীয় বার হ্যাটট্রিকের পথে কেজরীওয়াল।
Best Deals starting from 149
Best Deals on BISS products
Best Deals starting from 129
Cases and Cover starting from 119
Offers on Pet Food
Backpacks and Travel Accessories from Fur Jaden starting Rs. 299
High On Features Low on Price: Smart Watches from Gionee & More