বেশ কয়েকবছর হল তিনি বলিউডে পা রেখেছনে বিখ্যাত জনপ্রিয় অভিনেত্রী সানি লিওন। তাঁর রুপের জাদুতে বহুবার ঝড় উঠেছিল সিনেমহলে। পাশাপাশি তাঁর লাইফস্টাইল বর্তমানে অন্যতম আলোচিত বিষয় হিসাবে উঠে এসেছিল বিভিন্ন ক্ষেত্রে। এছাড়া শুধু অভিনয় তাঁর মনমাতানো নৃত্য মুগ্ধ করেছিল সিনেপ্রেমীদের। সম্প্রতি দুই ছেলে আশার ও নোয়ার জন্মদিন ধুমধাম করে পালন করতে দেখা গেল সানি ও ড্যানিয়েলকে।
Auto Amazon Links: No products found.