এন আর সি ডাটা চুরি নিয়ে কঠোর তদন্তর দাবি জানালেন লোকসাভার কংগ্রেস পরিষদীয় নেতা অধীর চৌধুরী। সুনির্দিষ্ট ভাবে এই ডাটাকে গায়েব করা হয়েছে বলে অভিযোগ অধীরের। আসলে এন আর সি ডাটা সি এ এ ও এন পি আর অনার মূল কারণ আছে বলে মন্তব্য তাঁর।
তদন্তের দাবি অধীরের
বৃহস্পতিবার,১৩/০২/২০২০
398