ঐশী ঘোষের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিল না কলকাতা বিশ্ববিদ্যালয়- তারপর কি হলো ?


বৃহস্পতিবার,১৩/০২/২০২০
719

ঐশী ঘোষের অনুষ্ঠান আয়োজনের অনুমতি দিল না কলকাতা বিশ্ববিদ্যালয়। ঠিক কী কারণে অনুমতি দেওয়া হয়নি, তা অবশ্য স্পষ্ট করেনি বিশ্ববিদ্যালয় সেনেট। জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের বামপন্থী সংগঠন ‘সেভ অটোনমি, সেভ ইউনিভার্সিটি’ বৃহস্পতিবার একটা সেমিনার আয়োজিত করেছিল কলেজ স্ট্রিট ক্যাম্পাস। সেই সেমিনারে উপস্থিত থাকার কথা ছিল জেএনইউ’র ছাত্রসংসদ সভানেত্রী ঐশী ঘোষের। কিন্তু সেই সেমিনার আয়োজনে অনুমতি দেয়নি বিশ্ববিদ্যালয়। এদিনের মিছিল শুরুর আগে ‘আজাদি’ স্লোগান দিলেন জেএনইউ ছাত্র সংসদের সভাপতি। সভার আগেই বিশ্ববিদ্যালয়ের গেট বন্ধ করা হয়। অনুমতি না পেয়ে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরেই সভা করেন ঐশী।

‘সিএএ-এনআরসি-এনপিআরের মতো কালা কানুন বাতিল না হওয়া পর্যন্ত এই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের’’।‘‘রবীন্দ্রনাথ-কাজী নজরুলের মাটিতে দাঙ্গা করতে চাইছে বিজেপি-আরএসএস। ধর্মের নামে রাজনীতি করতে চাইছে। এই রাজনীতি সমূলে উৎখাত করতে হবে’’।‘গত কয়েকমাস ধরে আমাদের সংবিধানের উপর নিমর্ম অত্যাচার চলছে। ধর্মের নামে বিভাজনের চেষ্টা চলছে’’।‘‘ধর্মের নামে বাংলা ভাগের রাজনীতি করতে দেব না। মানুষে মানুষে ভেদাভেদ করতে দেব না’’।‘‘এই লড়াই লম্বা লড়াই, সকলকে একসঙ্গে লড়তে হবে।

https://youtu.be/yGfJ9ByZQi4

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট