NRC/ CAA /NPR ও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী আইনের বিরুদ্ধে জেলা যুব তৃণমূল কংগ্রেসের মিছিল পশ্চিম মেদিনীপুরে


শনিবার,১৫/০২/২০২০
1039

পশ্চিম মেদিনীপুর:- জেলা যুব তৃণমূল কংগ্রেসের আহ্বানে কেন্দ্রীয় সরকারের জনবিরোধী NRC/ CAA /NPR ও কেন্দ্রীয় সরকারের জনস্বার্থবিরোধী আইন, দ্রব্য মূল্য বৃদ্ধি র বিরুদ্ধে মেদিনীপুর কলেজ কলিজিয়েট স্কুল মাঠ থেকে মিছিল শুরু করে সারা শহর পরিক্রমা করে কলেজ কলিজিয়েট স্কুল মাঠে ই শেষ হয়। প্রায় হাজার ছয়েক কর্মী সমর্থক দের নিয়ে একটি মহামিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি, মন্ত্র সৌমেন মহাপাত্র, সাংসদ মানস ভূঁইয়া, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা সিং হাজরা , জেলা যুব সভাপতি প্রসেনজিৎ চক্রবর্তী, কার্যকরী সভাপতি নির্মাল্য চক্রবর্তী, নির্মল ঘোষ, তৃষিত মাইতি , সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

Affiliate Link কলকাতার খবর | Kolkata News

মিছিল শুরুর আগে খড়গপুর ২ নং ব্লক এর চাঙ্গুয়াল গ্ৰাম পঞ্চায়েতের বিজেপির নির্বাচিত প্রতিনিধি প্রতিমা সিং, ও বামফ্রন্টের প্রাক্তন উপ প্রধান নির্মল সিং সহ শতাধিক কর্মী বিজেপি ছেড়ে তৃণমূল এ যোগদান করে। এদের হাতে দলের পতাকা তুলে দেন জেলা সভাপতি অজিত মাইতি ও মন্ত্রী সৌমেন মহাপাত্র সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ। অজিত মাইতি জানান আগামী দিনে বিজেপির যে কয়েকজন নির্বাচিত পঞ্চায়েত স্তরে জন প্রতিনিধি ও নেতৃত্ব আছে তারা সবাই বিজেপি ছেড়ে তৃণমূল এ যোগদান করবে, আর বিজেপি নিশ্চিহ্ন হয়ে যাবে।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট