এবার সস্তা হল Oppo Reno 2F ফোন


শনিবার,১৫/০২/২০২০
4165

এবার 2,000 টাকা সস্তা হল Oppo Reno 2F ফোন, দেখে নিন নতুন দাম। 2019 সালের অগাস্টে 25,990 লঞ্চ হয়েছিল Oppo Reno 2F। আর এই ফোনটি গত বছরের নভেম্বরে 2000 টাকা দাম কমে 23999 টাকায় এসে দাঁড়ায়। আর এবার আরও দাম কমলো এই ফোনের দাম। এখন Oppo Reno 2F এর দাম কমে হয়েছে 21,990 টাকা। Oppo Reno 2F স্পেসিফিকেশনে রয়েছে একটি 6.53 ইঞ্চি FHD+ AMOLED ডিসপ্লে। ডিসপ্লের উপরে থাকছে Gorilla Glass 5 এর সুরক্ষা। ফোনের ভিতরে রয়েছে MediaTek Helio P70 চিপসেট প্রসেসর।

Oppo Reno 2F ফোনে একটি 48 মেগাপিক্সেল Samsung ISOCELL GM1 ক্যামেরা সেন্সর। সাথে থাকছে একটি 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড ক্যামেরা আর 2 মেগাপিক্সেল পোট্রেট ক্যামেরা আর একটি 2 মেগাপিক্সেল মনোক্রোম সেন্সর। সেলফি তোলার জন্য Oppo Reno 2F ফোনের পপ-আপ সেলফি ক্যামেরায় থাকছে একটি 16 মেগাপিক্সেল সেন্সর। Oppo Reno 2F ফোনের ভিতরে রয়েছে 4,000 mAh ব্যাটারি। সাথে থাকছে VOOC Flash Charge 3.0 সাপোর্ট।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট