“কালো মেয়ে শ্যামা কী করে ফরসা হয়ে গেল?


সোমবার,১৭/০২/২০২০
929

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

সম্প্রতি, জি  বাংলার ফেসবুক পেজে ‘কৃষ্ণকলি’ ধারাবাহিকের নতুন একটি প্রমো শেয়ার করা হয়েছে। যেখানে ধরা পড়েছে শ্যামার নতুন চেহারা। শ্যামার মৃত্যু কিছুতেই মেনে নিতে পারছেন না নিখিল। তাঁর ছবিতে ফুলের মালা ছিঁড়ে দিচ্ছেন তিনি। এরপরেই রাস্তায় তাঁর সঙ্গে দেখা হয় গৌরবর্ণা শ্যামার। তিনি বাইক চালাতে পারেন। কিন্তু শ্যামার মতোই হুবহু দেখতে হলেও তিনিই যে আদৌ শ্যামা কিনা তা নিয়ে প্রশ্ন দানা বেধেছে দর্শকমহলে। “কালো মেয়ে শ্যামা কী করে ফরসা হয়ে গেল? এই প্রশ্ন এখন ঘোরাফেরা করছে সকলের মনে। আধুনিক লুকে ধরা দিয়ে সকলকে চমকে দিয়েছেন শ্যামা ওরফে তিয়াসা রায়।বাংলা টেলিভিশন ধারাবাহিকের মধ্যে অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল কৃষ্ণকলি। শুরুর সময় থেকে এখনও পর্যন্ত জনপ্রিয়তার ধারা অব্যাহত রেখেছে এই ধারাবাহিক।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট