Categories: রাজ্য

অনুশোচনা থেকে শেষ পরিণতি – চলে গেলেন প্রিয় অভিনেতা

বিকাশ ঘোষ: আমার প্রিয় অভিনেতা চলে গেলেন। খুব কষ্ট হচ্ছে। উত্তমকুমার পরবর্তী যুগে বাংলা চলচ্চিত্রকে যিনি অনাথ হতে দেননি তিনি তাপস পাল। নিজের প্রতিভা ও অসাধারণ অভিনয়ে বাংলা সিনেমাকে ভরিয়ে তুলেছিলেন। দাদার কীর্তি থেকে পথ চলা শুরু। তারপর একে একে কালজয়ী সৃষ্টি বাংলা চলচ্চিত্রকে মণিমুক্তে ভরিয়ে তুলেছিলেন তিনি। তাঁর অসাধারণ অভিনয় বাংলা দর্শককে হাসিয়েছে, কাঁদিয়েছে।

যে সিনেমা গুলোর না না বললেই চলে না :
দাদার কীর্তি, সাহেব, অনুরাগের ছোঁওয়া, গুরুদক্ষিণা, ভালবাসা ভালবাসা, কড়ি দিয়ে কিনলাম, আগমন, পথ ভোলা, অজান্তে, নীলিমায় নীল, কেনারাম বেচারাম উল্লেখযোগ্য। নাট্যমঞ্চেও অসাধারণ ছিলেন তাপস পাল। তাঁর অভিনীত মামা ভাগ্নে নাটক বাংলা নাট্যমঞ্চকে মাতিয়ে রেখেছিল দীর্ঘ দিন।
উত্তম-সুচিত্রা জুটির পর তাপস-মহুয়া জুটি আশার আলো জ্বালিয়েছিল বাংলা রূপালি পর্দায়। তাঁদের জুটির রোমান্টিক অভিনয়ে ছিল এক অসাধারণ মাদকতা। বাঙালি প্রেমকে যেন নতুন পথ দেখিয়েছিল এই জুটি। তাঁদের অভিনীত অনুরাগের ছোঁওয়া কিংবা অজান্তে, কেনারাম বেচারাম বা আশীর্বাদের প্রেম যেন চিরকালীন বাংলার প্রেমের মনন। কিন্তু মহুয়ার হঠাৎ চলে যাওয়া এই রোমান্টিক জুটি পরিপূর্ণতা পায়নি। পরবর্তীতে তাপস-দেবশ্রী ও তাপস-শতাব্দী জুটি বহু হিট ছবি উপহার দেয়। তাপস-দেবশ্রীর ভালবাসা ভালবাসা কিংবা তাপস-শতাব্দীর গুরুদক্ষিণা দেখেননি এমন সিনেমাপ্রেমী খুব কম আছেন।
এমন একজন অভিনেতা রাজনীতিতে এসেও সফল হন। প্রথমে আলিপুর থেকে বিধায়ক নির্বাচিত হন। পরবর্তীতে তাপস পাল নদিয়ার কৃষ্ণনগর থেকে দু’দুবার সাংসদ নির্বাচিত হন। এলাকার সার্বিক উন্নয়নে তাপস পাল তাঁর সাংসদ কোটার অর্থ খরচে যথেষ্টই সফল ছিলেন।

এমন জনপ্রিয় অভিনেতা ও ভাল মনের মানুষ তাপস পাল শেষের দিকে ব্যক্তিগত ও রাজনৈতিক জীবনে এমন সব বিতর্কে জড়ান যার থেকে স্বচ্ছ ভাবমূর্তি নিয়ে আর খোলা মনে জনগনের সামনে দাঁড়াতে পারেননি। বিশেষ করে চিটফান্ড মামলায় জেলে যাওয়ার পর মানসিক ভাবেও বিপর্যস্ত হয়ে পড়েছিলেন তিনি। অসুস্থতা হয়ে উঠেছিল জীবনের সঙ্গী।

সাংবাদিকতার সূত্রে তাপস পালকে খুব কাছ থেকে দেখেছি। তাঁর বাড়িতে গিয়েছি বহুবার। তিনি যখন সাংসদ ছিলেন নিয়মিত ফোনে কথা হত। তাপস পাল ছিলেন আমার প্রিয় অভিনেতা। পরবর্তীতে আমার দাদা। বুঝতে পারছিলাম একের পর এক বিতর্কে যে ভাবে কালিমালিপ্ত হয়ে উঠেছেন তাতে করে অনুশোচনায় ভুগছেন তিনি। সেই জায়গা থেকে আর বেড়িয়ে আসতে পারলেন না। যে মানুষটি চিরকাল জনগনের সঙ্গে থাকতে ভালবাসতেন সেই মানুষটিই জনগনের মুখোমুখি হতে সাহস পাচ্ছিলেন না। আজ তিনি চলে গেলেন চিরকালের মত। রয়ে গেল তাঁর হাজার স্মৃতি। তাপস পালের কাছ থেকে যে আতিথেয়তা পেয়ছি কোন দিন ভুলব না।

admin

Share
Published by
admin

Recent Posts

সিএএ নিয়ে প্রচারে মনোরঞ্জন, সাবধান করছেন এলাকার

২৪ এর লোকসভা ভোটে রাজ্যে অন্যতম ইস্যু হয়ে উঠেছে সিএএ। বিজেপির পক্ষ থেকে এই নিয়ে…

5 hours ago

সন্দেশখালির ঘটনা সাজানো, বিজেপির পরিকল্পিত চিত্রনাট্য, ভাইরাল ভিডিয়োই দাবি বিজেপি নেতার

সন্দেশখালির ঘটনা নিয়ে এবার নয়া মোড়। সন্দেশখালি আন্দোলন থেকে শুরু করে যা যা ঘটেছে সম্পূর্ণটাই…

5 hours ago

“আহা কী আনন্দ আকাশে বাতাসে”- কুনাল ঘোষের গলায় কেন এই গান?

বিদ্রোহী হয়ে উঠেছিলেন। বেশ কিছুদিন ধরে বেশ কিছু বিষয় নিয়ে দলবিরোধী কথা বলছিলেন। বিশেষ করে…

5 hours ago

“সনাতন বিরোধী তৃণমূল”- দৈনিক সংবাদপত্রে বিজেপির বিজ্ঞাপন , প্রচারে ‘ধর্ম’ ব্যবহার করায় কমিশনে তৃণমূল

বিজেপির বিজ্ঞাপনে 'ধর্ম' হাতিয়ার, নির্বাচন কমিশনের নজরে আনল তৃণমূল কংগ্রেস। যেখানে নির্বাচন কমিশনের নির্দেশিকায় স্পষ্ট…

5 hours ago

বিগত বছরে বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয় নি, দাবি WBSEDCL এর

বিদ্যুতের মাশুল বৃদ্ধি হয়েছে বলে মিথ্যে রটনা শুরু হয়েছে। বিগত বছরে এমন কোন মাশুল বৃদ্ধি…

5 hours ago

হেলিকপ্টারে আগুনের ঘটনায় থমকে নেই দেব, শনিবার দলীয় প্রার্থীদের সমর্থনে চুটিয়ে প্রচার

হেলিকপ্টারে হঠাৎ আগুন। বড় বিপদের হাত থেকে রক্ষা পান অভিনেতা তথা তৃণমূল প্রার্থী দেব। তবে…

5 hours ago
https://www.banglaexpress.in/ Ocean code: