১৯৮৬-তে তরুণ মজুমদারের ‘ভালোবাসা ভালোবাসা’। এই সিনেমায় তাপসের বিপরীতে ছিলেন দেবশ্রী।


মঙ্গলবার,১৮/০২/২০২০
927

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

স্মৃতি থেকে বললেন রচনা। তাঁর মনে হয়, ‘‘উত্তমকুমারের পর বাংলা ছবিতে অন্যতম সেরা অভিনেতা তাপসদা। শোকস্তব্ধ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তও। তিনি বলেন, ‘সেই হাসিটা বার বার মনে পড়ছে। বাঙালি দর্শকের কাছে অভিনেতা বা নায়ক হিসেবে তাঁর অবদান থাকবে। জানি না, কেন ঈশ্বর তাঁকে এত তাড়াতাড়ি নিয়ে নিলেন। তাঁর মতো অভিনেতা বাংলা সিনেমার ইতিহাসে কমই হতে পারে।’ আট ও নয়ের দশকে একের পর এক বাংলা ছবিতে অভিনয় করেছেন তাপস। সাহেব ছবির জন্য ১৯৮১ সালে ফিল্মফেয়ার পুরস্কারও পান তিনি। মাধুরী দীক্ষিতের প্রথম হিন্দি ছবি ‘অবোধ’-এ তাঁর নায়ক ছিলেন তাপস পাল।১৯৮৬-তে তরুণ মজুমদারের ‘ভালোবাসা ভালোবাসা’। এই সিনেমায় তাপসের বিপরীতে ছিলেন দেবশ্রী।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট