বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত মোট তিন ঘণ্টা বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।


মঙ্গলবার,১৮/০২/২০২০
486

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

আজ, মঙ্গলবার শুরু হচ্ছে মাধ্যমিক।গত বার শেষ দিন ছাড়া সব পরীক্ষাতেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রশ্নপত্র বাইরে বেরিয়ে গিয়েছিল। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, অতি স্পর্শকাতর পরীক্ষাকেন্দ্র রয়েছে, এমন সাতটি জেলার ৪৩টি ব্লকে পরীক্ষার শুরু থেকেই ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। বেলা ১২টা থেকে ২টো পর্যন্ত মোট তিন ঘণ্টা বন্ধ থাকছে ইন্টারনেট পরিষেবা।

 

একই সাথে পরীক্ষা চলাকালীন স্মার্ট ফোন, ক্যালকুলেটর নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে না পরীক্ষার্থীরা, শিক্ষক শিক্ষিকাদের ক্ষেত্রে স্মার্ট ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা জারি হয়েছে। ইতিমধ্যেই চালু হয়েছে পর্ষদের হেল্পলাইন নম্বরও। পর্ষদ সূত্রে খবর, নকল রুখতে জলপাইগুড়ি, দুই দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম ও পশ্চিম বর্ধমানের ৪২টি ব্লকে পরীক্ষা শুরু থেকে প্রথম ২ ঘণ্টা ইন্টারনেট বন্ধ রাখার পরিকল্পনা নেওয়া হয়েছে।এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ১০ লক্ষ ১৫ হাজার ৮৮৮ জন।

Loading...
https://www.banglaexpress.in/ Ocean code:

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট