ভাঙড়ের স্বাস্থ্যকেন্দ্রে মাধ্যমিক পরীক্ষা দিল ইসমাতারা


বুধবার,১৯/০২/২০২০
789

জীবনের প্রথম বড় পরীক্ষা হল মাধ্যমিক পরীক্ষা। এই পরীক্ষার পুর্বেই স্বাভাবিক ভাবে কিছুটা হলেও টেনশানে থাকে ছাত্র ছাত্রীরা।প্রথম বড় পরীক্ষা অচেনা নতুন স্কুলে।অর্থাৎ সেই পরিবেশের সাথে মানিয়ে নিতে অনেকেই একটু বিড়ম্বনায় পরেন।আজ থেকে শুরু হল এই বছরে প্রথম মাধ্যমিক পরীক্ষা। হাজার হাজার ছাত্র ছাত্রী পরীক্ষা বসেছেন।ঠিক তেমনই ভাঙড়ে ইসমাতার আজ জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে উপস্থিত হয়েছিলেন বিদ্যালয়ে।কিন্ত পরীক্ষা চলাকালীন অসুস্থ বোধ করেন এই ছাত্রী।তড়িঘড়ি তাকে নিকট প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় সেখানেই পরীক্ষা দেন এই ছাত্রী। কচুয়া হাই স্কুলের ছাত্রী ইসমাতারা সিট পড়েছিল পোলেরহাট হাই স্কুলে।

সেখানে ঘন্টা দেড়েক পরীক্ষা দেওয়ার পর হঠাত অসুস্থ হয়ে যায় ইসমাতারা। বেঞ্চের ওপর মাথা রেখে সংঞ্জাহীন হয়ে যায়। তড়িঘড়ি তাকে পাঁচ কিমি দূরে জিরানগাছা ব্লক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার সির্দ্ধান্ত হয়। সেখানে বাম হাতে স্যালাইনের সূচ ফুটিয়ে ডানহাতে হাতে কলম ধরে বাকি পরীক্ষা দেয় ইসমাতারা।চিকিৎসক দের অনুমান অতিরিক্ত টেনশানের কারনে এমন হয়েছে।কিন্ত আপাতর সুস্থ এই পরীক্ষার্থি।জীবনের প্রথম বড় পরীক্ষা তাই বাড়তি চাপ থাকবেই, তা অনায়াসে কাটিয়েই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষা দিলেন ভাঙড়ের ইসমাতারা।

Affiliate Link Earn Money from IndiaMART Affiliate

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট