ফটোগ্রাফির চমকই এই ক্যালেন্ডারের মুখ্য আকর্ষণ।


বৃহস্পতিবার,২০/০২/২০২০
1118

বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---

ডাবু রত্নানির ২০২০ ক্যালেন্ডারের জন্য একটি ফটোতে নতুন লুকে দেখা গেল কিয়ারাকে। ডাব্বুর টি-টোয়েন্টি ক্যালেন্ডারের অন্যতম মুখ ভূমি পেদেনকর। হালকা বেগুনি শিমারি ড্রেসে এদিন ঝলমল করলেন ভূমি। তাঁর লেন্সে ধরা দিয়েছেন বিটাউনের লাস্যময়ী নায়িকারাও।এ বছরও নতুন ক্যালেন্ডার নিয়ে হাজির হয়েছেন ডাব্বু। প্রতি বছরই তার ক্যালেন্ডারে লেন্সবন্দি হওয়ার জন্য মুখিয়ে থাকেন প্রথম সারির তারকারা। এ বছরও ধরা পড়েছে সেই একই ট্রেন্ড। তার ক্যালেন্ডারে হট অবতারে ধরা দিয়েছেন বিদ্যা বালান, ভূমি পেডনেকার, কিয়ারা আদভানি, সানি লিওন, আলিয়া ভাটসহ অনেকে। শুধুমাত্র অভিনেত্রীরা নন রয়েছেন শাহরুখ খান, ভিকি কৌশলসহ বলিউডের উজ্জ্বল নক্ষত্ররা।

চাক‌রির খবর

ভ্রমণ

হেঁসেল

    জানা অজানা

    সাহিত্য / কবিতা

    সম্পাদকীয়


    ফেসবুক আপডেট