১৯৫২ সালের এ দিনে ‘বাংলাকে’ রাষ্ট্রভাষা করার দাবিতে তৎকালীন পূর্ব পাকিস্তানের ছাত্র ও যুবসমাজ-সহ সর্বস্তরের মানুষ সে সময়ের শাসকগোষ্ঠীর চোখ-রাঙানি ও প্রশাসনের ১৪৪ ধারা উপেক্ষা করে স্বতঃস্ফূর্তভাবে রাজপথে নেমে আসে।১৯৪৮ সালে গড়ে ওঠা ভাষা আন্দোলনের পথ বেয়ে সেদিন বাংলাভাষী তরুণদের রাজপথে রক্ত দিতে হয়েছিল। তাদের হারিয়ে যাওয়ার ব্যথা এখনো প্রতিটি বাঙালির প্রাণে বাজে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ হয়ে।আজ শুক্রবার। একুশে ফেব্রুয়ারি। সেই বেদনাবিধুর ও গৌরবের ৬৮ বছর পূর্ণের দিন। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ‘মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস’ উপলক্ষে একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
Auto Amazon Links: No products found.