হুগলি সহ বিভিন্ন জেলায় জেলায় চলছে বিশেষ পুজাপাঠ। আজ সকাল থেকেই হাজার হাজার ভক্ত ভীড় জমিয়েছনে বিভিন্ন মন্দির চত্বরে। এছাড়া কাশীর বিশ্বনাথ এবং সোমনাথের মন্দিরে দেশের সমস্ত জায়গা থেকে ভক্তদের ভিড় রয়েছে অনেকখানি । শিবরাত্রিকে কেন্দ্র করে সেজে উঠেছে গুজরাতের সোমনাথ মন্দির। পুণ্যলাভের আশায় দেশের নানা প্রান্ত থেকে ভিড় করেছেন ভক্তরা। মহা শিবরাত্রি উপলক্ষে মধ্যপ্রদেশের উজ্জ্বয়িনীর মহাকালেশ্বর মন্দিরে ভিড় করেছেন পুণ্যার্থীরা। চলছে পূজার্চনা, হোম-যজ্ঞ।দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার ভক্ত এদিন মন্দিরে ভীড় জমিয়েছেন। শিবরাত্রির পুন্যলগ্নে মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা।
শিবরাত্রির পুন্যলগ্নে মন্দিরে মন্দিরে চলছে বিশেষ পূজা অর্চনা।
শুক্রবার,২১/০২/২০২০
868
বাংলা এক্সপ্রেস ডিজিটাল ডেস্ক ; ---